বাংলাদেশের এক বিজ্ঞানী এমনই এক জেলের কথা বললেন, যেটা ঠিক সেই কাজটি করতেই সক্ষম৷ তাঁর নাম আবু বিন ইমরান৷ তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের একজন সহকারী অধ্যাপক৷ জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় তিনি এই জেল নিয়ে কাজ করেছিলেন৷
ইমরান বলছেন, দেহে ধাতব পদার্থ ঢোকানোর পরিবর্তে যদি তাঁর উদ্ভাবিত জেলটি ব্যবহার করা যায় তাহলে সেটা শরীরের সঙ্গে মিশে যাবে এবং সেটা রোগীর জন্যও আরামদায়ক হবে৷
তিনি বলেন, ‘‘জাপানে পিএইচডি করার সময় আমি কাজটি করেছিলাম৷ কিন্তু এখন আমি বাংলাদেশে শিক্ষকতা করছি৷ তাই আমার উদ্ভাবিত জেলটিকে ব্যবহার উপযোগী করতে সরকারের সহায়তা প্রয়োজন৷\’\’
তবে জেল নিয়ে বেশিদূর এগোনো না গেলেও ইমরান এখন বুয়েটে বায়োপ্লাস্টিক নিয়ে কাজ করছেন৷ তিনি আলু থেকে এক ধরনের প্লাস্টিক তৈরির চেষ্টা করছেন, যেটা যেমন পরিবেশবান্ধব হবে তেমনি সহজে ও কমদামে ব্যবহার করা যাবে৷