বাংলাদেশ স্টেম সোসাইটি’র নির্বাচন সম্পন্ন

সাব্বির আহমেদ, ববি: বাংলাদেশ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (bdSTEM) বিষয়ক সোসাইটির ২০২১-২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরী, এবং মহাসচিব পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. মহিদুস সামাদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. একেএম জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফাহমিদা গুলশান, যুগ্ম সাধারণ পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড. নাফিস আহমেদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ড. মোঃ খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।

এই কমিটি আগামী তিন বছরের (২০২১-২০২৩) জন্য নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আলি আকবর। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. আবু বিন ইমরান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য ৭১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের ৭টি পদে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১২ নভেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরিষদের কোনো পদেই অতিরিক্ত প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন উপরোক্ত প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। বিডিটুডেস/এএনবি/ ১৭ নভেম্বর, ২০২০

 

https://bdtodays.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0/?fbclid=IwAR0e-vrDSf_idNderV2HsSWFacA9eN4j442I_u02Chg4aOlX_Gi4fwNvt2o