দুর্যোগ কথা ৫: আলু থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক ১৭ জুলাই ২০২০ | শুক্রবার | রাত ৮ টায়

\"\"

 

দুর্যোগ কথা ৫: আলু থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক
১৭ জুলাই ২০২০ | শুক্রবার | রাত ৮ টায়

বর্তমানে আমরা যে প্লাস্টিক আর পলিথিন ব্যবহার করছি, তার ভয়াবহতা আমরা কম-বেশি সবাই জানি। প্লাস্টিক/পলিথিনে দূষণ চলছে অবিরত। প্রভাব পড়ছে মাটি, পানি, কৃষি, স্বাস্থ্যসহ নানান ক্ষেত্রে। প্রসঙ্গক্রমে চলে আসছে পরিবেশবান্ধব প্লাস্টিক/পলিথিনের উৎপাদন ও ব্যবহার নিয়ে।

পরিবেশ বাঁচলেই আমাদের বেঁচে থাকা। পরিবেশ-প্রকৃতিকে বাঁচাতে চলছে নানা গবেষণাও। দুর্যোগ অনুধাবনের নিয়মিত আয়োজন দুর্যোগ কথার পর্ব-৫ এ থাকছে ‘আলু থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক’ শীর্ষক আলোচনা। যোগ দিবেন দু’জন শিক্ষক ও গবেষক।

অতিথি:
ড. আবু বিন ইমরান, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

এবং

এইচ বি এম জুকাউল ইসলাম, পিএইচডি গবেষক, রসায়ন বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট); প্রভাষক, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়

সঞ্চালনায়:
কবির হোসেন, স্বেচ্ছাসেবক ও প্রধান সমন্বয়ক, দুর্যোগ অনুধাবন

organized by Institue of Disaster Management and Vulnerable Studies, University of Dhaka and Disater Perception.

Rcorded video link

Click here